তিরুপতি মন্দিরে বিয়ে করবেন শ্রীদেবীকন্যা জাহ্নবী


প্রকৌশল নিউজ ডেস্ক :
তিরুপতি মন্দিরে বিয়ে করবেন শ্রীদেবীকন্যা জাহ্নবী
  • Font increase
  • Font Decrease

ছোটবেলা থেকে নিজের বিয়ে নিয়ে পরিকল্পনা ছিলো জাহ্নবী কাপুরের। দক্ষিণী রীতিতে নিজের বিয়ের আয়োজন করতে চান এই অভিনেত্রী। সে কারনে তিরুপতি মন্দিরেই সাতপাঁকে বাঁধা পড়ার ইচ্ছে রয়েছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জাহ্নবী আরো জানান, খুব বড়সড় অনুষ্ঠান করে বিয়ে করতে রাজি নন তিনি। সীমিত সংখ্যক লোকজন, মানে ঘনিষ্টদের নিয়েই তিনি বিয়ে করতে চান।

এছাড়া তিনি বিয়ের দিন কাঞ্জিভরম শাড়ি পরতে চান, সঙ্গে থাকবে স্বর্ণের অলংকার এবং চুলে থাকবে গাজরা। অপরদিকে জাহ্নবীর জীবনসঙ্গীর পরনে থাকতে হবে লুঙ্গি। যদিও সাক্ষাৎকারে জীবনসঙ্গীর পরিচয় সম্পর্কে মুখ খোলেননি অভিনেত্রী।

বলিউডের তরুণ প্রজন্মের অভিনেত্রী জাহ্নবী কাপুর। শ্রীদেবীকন্যা হিসেবে প্রথমে পরিচয় পেলেও এখন নিজের অভিনয় দিয়েই দর্শকদের মাঝে আলাদা অবস্থান তৈরি করছেন এ অভিনেত্রী। তার প্রমাণ মিলেছে ‘গুঞ্জন সাক্সেনা’ ছবিতে।

প্রকৌশল নিউজ/এস