গ্লামার গার্ল বিপাশার নতুন সিনেমার শুটিং শুরু
বাংলা চলচ্চিত্রের গ্লামার গার্ল হিসেবে আলোচিত লাক্স তারকাখ্যাত মডেল ও অভিনেত্রী বিপাশা কবির। এখন তিনি নিয়মিত চলচ্চিত্রে কাজ করছেন নায়িকা বা অভিনেত্রী হিসেবে।
একসাথে ১০০ সিনেমার ঘোষনা দেয়া শাপলা মিডিয়া ইতিমধ্যে ১০ টির কাজ শুরু করে দিয়েছেন। শাপলা মিডিয়ার ৩টি সিনেমায় বিপাশা কবির চুক্তিবদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার ‘যার নয়নে যারে লাগে ভালো’ সিনেমার শুটিং শুরু করেছেন তিনি।
কালাম কায়সার পরিচালিত এই সিনেমার ক্যামেরা আজ (২৩ মার্চ) ওপেন হয়েছে। উত্তরায় শুটিং-এ অংশ নেন বিপাশা।
শাপলা মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে বিপাশা কবির বলেন, চলচ্চিত্রের এই মন্দা সময়ে তারা আমাকে ৩টি সিনেমায় কাজ করার সুযোগ করে দিয়েছে। প্রতিটি সিনেমার গল্প আলাদা। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
এর আগে বিপাশা শাপলা মিডিয়ার ‘পরাণে পরাণ বান্ধিয়া’ ও ‘জেদী মেয়ে’ সিনেমার শুটিং শেষ করেছেন। বিপাশা কবির আইটেম গানে নেচে প্রশংসিত হয়েছেন।
প্রকৌশল নিউজ/এমএস