দেশের ৫৯ প্রেক্ষাগৃহে চলছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’


প্রকৌশল নিউজ :
দেশের ৫৯ প্রেক্ষাগৃহে চলছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’
  • Font increase
  • Font Decrease

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব থেকে তারুণ্যের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। শাপলা মিডিয়া প্রযোজিত এই চলচ্চিত্র আজ শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি পরিচালনা করেছেন সেলিম খান। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান ও দীঘি।

সেলিম খান বলেন, জাতির জনককে নিয়ে তৈরি এ সিনেমার জন্য বন্ধ থাকা ২০টি প্রেক্ষাগৃহ চালু হয়েছে। সব মিলিয়ে ৫৯ টি হলে মুক্তি পেয়েছে সিনেমটি। আশা করি সামনে সপ্তাহে আরও হল সংখ্যা বাড়তে পারে।

সিনেমাটি নিয়ে দীঘি বলেন, ‘গল্পটি ভীষণ ভালো। কারণ এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কৈশোরকে ঘিরে সিনেমাটি নির্মিত হয়েছে। আর সব বয়সের দর্শক একসঙ্গে বসে দেখতে পারবেন সিনেমাটি। মানুষের মনের মধ্যে একটা অন্যরকম পরিবর্তন আনবে টুঙ্গিপাড়ার মিয়া ভাই। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে প্রেক্ষাগৃহে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের নিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ। আমার বিশ্বাস এটি সবার খুব ভালো লাগবে।

আজ শুক্রবার থেকে যেসব সিনেমা হলে দেখা যাবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ 

বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের বক্লবাস্টার ঢাকার চিত্রামহল ছাড়াও রয়েছে মুক্তাগাছার রুমা হল, ইশ্বরগঞ্জের সোনালী, শেরপুরের সত্যবতী, ঢাকার বি.জি.বি, নাগরপুরের ফালগুনী, ঢাকা ক্যান্টমেন্টের সৈনিক ক্লাব, সাতক্ষীরার লাভনী, কাঁচপুরের চাঁদমহল, কলোরোয়ার জোনাকী, জিনজিরার নিউ গুলশান, বাঘআচড়ার মূয়রী, ঢাকার গীত সিনেমা, মতলবের কাজলী, সাভারের সেনা অডিটরিয়াম, কোম্পানিগঞ্জের পূর্নিমা, সাভারের চন্দ্রীমা-শ্রীপুর, ছন্দা-হাসনাবাদ, মাধবদীর মমতা, শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া, ঘোড়াশালের সোহাগ, মাদবপুরের মনিহার, যশোরের মনিহার, পটিয়ার ছন্দা, খুলনার লিবার্টি, ফুলবাড়ির অবকাশ, সিলেটের নন্দিতা, চালার নিউ রজনীগন্ধা, সিলেটের বি.জি.বি, টেকেরহাটের সোনালী, দিনাজপুরের মর্ডান, চালকচরের রুনা, বরিশালের অভিরুচি, কুলিয়ারচরের রাজ, ভোলার রুপসী, বল্লাবাজারের শাহীন, ধৌলতখার বিউটি, দেলুয়াবাড়ির ফাইভ স্টার, পটুয়াখালীর তিতাস, সখিপুরের ভাই ভাই, বাউফলের বৈশাখী, বগুড়ার সোনিয়া, জয়পুরহাটের পৃথিবী কমপ্লেক্স, জয়দেবপুরের বর্ষা, রংপুরের শাপলা, ঢাকার আনন্দ-ঢাকা, সৈয়দপুরের তামান্না, নারায়ণগঞ্জের নিউ মেট্রো, চট্টগ্রামের সুগন্ধা, টাঙ্গাইলের মালঞ্চ, গোপালগঞ্জের চিত্রবাণী, রাজবাড়ীর সাধনা, ফরিদপুরের বনলতা, চট্টগ্রামের সিলভার স্কীন, বোয়ালমারির ডায়মন্ড-সিনেপ্লেক্স, চাদঁপুর শিল্পকলা একাডেমী ও ময়মনসিংহের পুরবী সিনেমা হলে প্রদর্শন করা হবে।

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। আর বেগম ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। অন্যান্য চরিত্রে আছেন, দিলার জামান, মাজনূর মিজান, সুভ্রত, জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলু, শিবা শানু প্রমুখ।

প্রকৌশল নিউজ/এমএস