কোভিড পজেটিভ কণ্ঠশিল্পী ফরিদা পারভীন


প্রকৌশল প্রতিবেদক :
কোভিড পজেটিভ কণ্ঠশিল্পী ফরিদা পারভীন
  • Font increase
  • Font Decrease

করোনায় আক্রান্ত হয়েছেন প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর।

ইমাম জাফর বলেন, ‘কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন আম্মা পরে গত ৭ এপ্রিল তার করোনা টেস্ট করা হয়। এরপর ৮ এপ্রিল করোনা পজিটিভ রিপোর্টে পাই আমরা।

তিনি আরো বলেন, বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সকলের বিশেষ তত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে৷ সবাই আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহপাক তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।

‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘সময় গেলে সাধন হবে না’, ‘মিলন হবে কত দিনে’, ‘পারে নিয়ে যাও আমায়’, ‘জাত গেল জাত গেল বলে’সহ  বহু জনপ্রিয় লালন গীতি শ্রোতাদের উপহার দিয়েছেন।

১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সঙ্গীত গাইতে শুরু করেন। পরবর্তীতে ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। সাধক মোকসেদ আলী শাহের কাছে ফরিদা পারভীন লালনসঙ্গীতে তালিম নেন। লালনের গান গাওয়ার মাধ্যমে তিনি দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত লাভ করেন।

১৯৮৭ সালে ফরিদা পারভীন সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক অর্জন। এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।

শিশুদের লালনসঙ্গীতে দীক্ষা দেওয়ার জন্যে ‘অচিন পাখি স্কুল’ নামে একটি স্কুল গড়ে তোলেন।

বাংলাদেশের বহুবার লালন সঙ্গীতে পারফর্ম করার পাশাপাশি তিনি বিভিন্ন সময়ে ভারত, পাকিস্তান, জাপান, ইউকেম ইউএসএ, ফ্রান্স, রাশিয়া, কানাডা, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, কাতার, মরোক্কো, তুর্কিতেও পারফর্ম করেছেন।

প্রকৌশল নিউজ/এমএস