লকডাউনের আগের রাতে পুতুলের দ্বিতীয় বিয়ে


প্রকৌশল প্রতিবেদক:
লকডাউনের আগের রাতে পুতুলের দ্বিতীয় বিয়ে
  • Font increase
  • Font Decrease

মঙ্গলবার রাতে কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের দ্বিতীয় বিবাহ সম্পন্ন হয়েছে। সেই খবর নিশ্চিত করেছেন পুতুল নিজেই। বিচ্ছেদের খবরের একমাস পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পুতুল। পুতুলের স্বামীর নাম সৈয়দ রেজা আলী। পেশায় তিনি ব্যাংকার। দেশজুড়ে লকডাউনের পূর্বক্ষণে আকস্মিকভাবে বিয়ে সম্পন্ন হয় পরিবারের ইচ্ছেতেই।

এদিকে, গত ১৪ মার্চ রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল।

মঙ্গলবার রাত ১২ টা বাজার আগেই কণ্ঠশিল্পী পুতুল তার ব্যাক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্বামী সঙ্গে ছবি পোস্ট করেছেন। আর ক্যাপশনে তিনি লিখেছেন, বিবাহিত জীবনটা সহজ, এ কথা যে বলে সে হয় অপরিণত, না হয় বোধহীন। কঠিন সমীকরণের বৈবাহিক জীবনকে আমরা নিজেদের সূত্রে সহজ করার চেষ্টা করতে পারি বড়জোর। বাকিটা সৃষ্টিকর্তার কৃপা। জীবনটা উদ্ভট এবং নাটকীয় না হলে আজকের এমন একটা পরিকল্পনাবিহীন দিনে আমাদের এক হবার কোনো কারণ ছিলো না।

সৈয়দ রেজা আলী আমার গানবন্ধু বহু দিনের। অস্ট্রেলিয়াতে তার বেড়ে ওঠা। সেখানেই ব্যাংকার তিনি। তিনি একজন মিউজিক কম্পোজারও, দুর্দান্ত মেধাবী একজন গিটারিস্ট। তার কম্পোজিশনে সম্প্রতি বেশ কিছু গান গাওয়া হয়েছে। আমাদের গানের বহু বছরের বন্ধুত্বকে নতুন একটা মাত্রা দেয়ার কথা ভাবেন রেজার বাবা মা। তাঁদের কাছ থেকে বরাবরই সীমাহীন স্নেহ ভালোবাসা পেয়েছি। আমাদের দুজনের পরিবারের বড়দের ইচ্ছা অনুসারে একেবারেই ঘরোয়াভাবে শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘন্টাখানেকের প্রস্তুতিতে বিয়ে! দেশজুড়ে লকডাউনের পূর্বক্ষণে এতোটা আকস্মিকভাবে বিয়ের মতো একটা ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না কেউ।

শুভকামনা নিজেকে এবং আমার সঙ্গী রেজাকে, বিবাহিত জীবনের দুর্গম পথ পাড়ি দেয়ার মতো বলিষ্ঠ পথিক যেনো হয়ে উঠতে পারি। সুরের বন্ধন আত্মার বন্ধনে গিয়েও যেনো একইরকম সুরেলা থাকে, যেনো ছন্দ না কাটে। যেনো সুর তাল লয়ের পরিমিতিতে অপূর্ব সঙ্গীত সৃষ্টি করতে পারি সংসার নামের এই রহস্য-দুর্ভেদ্য জায়গাটায়। বন্ধু হিসেবে যেভাবে চিনতাম তাকে, সঙ্গী হিসেবেও সেই চেনাটাই যেনো সত্যি হয়। 

উল্লেখ্য, সঙ্গীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল কানাডা প্রবাসী আলোকচিত্রী ইসলাম নুরুলের সঙ্গে ২০১৯ সালের ২০ মার্চ বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের দুই বছর পার না হতেই ভেঙ্গে যায় সেই সংসার।

প্রকৌশল নিউজ/এমএস/সু