নোবেলের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবেন সময় টিভির সাংবাদিক

শিল্পী মাইনুল আহসান নোবেল (ফাইল ছবি)
মুঠোফোনে হুমকি দেবার ঘটনায় সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবেন সময় টিভির সংবাদিক আল কাছির।
সোমবার দুপুরে প্রকৌশল নিউজের সাথে কথা হয় সময় টিভির বিনোদন সংবাদিক আল কাছিরের। তিনি নিজেই জানান এই তথ্য।
আল কাছির বলেন, আমি এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেবার প্রস্তুতি নিচ্ছি। আমার অফিসও এই বিষয়ে অবগত আছে। তাদেরও এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেবার মত রয়েছে। এর মাধ্যমে শুধু আমাকে না। পুরো সাংবাদিক সমাজকে হেয় করা হয়েছে।
তিনি আরও বলেন, রোববার (১৬ মে) দিবাগত রাত ১২টা ৪৮ মিনিটে মুঠোফোনে নোবেল আমাকে অপহরণ করার হুমকি দেন।
উল্লেখ্য, সবশেষ সড়ক দুর্ঘটনায় বৃদ্ধকে বাঁচানোর মিথ্যা গল্প শুনিয়েছিলেন নোবেল। পরে অবশ্য সত্য প্রকাশ হয়েছিল সময় নিউজের মাধ্যমে। সত্য প্রকাশ হওয়ায় সে সময় বেশ চটেছিলেন তিনি।
প্রকৌশল নিউজ/এমআর