বিচ্ছেদের সিদ্ধান্তে মাহিয়া মাহি


প্রকৌশল প্রতিবেদক :
বিচ্ছেদের সিদ্ধান্তে মাহিয়া মাহি
  • Font increase
  • Font Decrease

ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে আর সংসার করা হচ্ছে না। 

গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে বিবাহ বিচ্ছেদের খবর জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। 

রাতের ওই স্ট্যাটাসে মাহি লেখেন, 'এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনাইমা শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।'

জানাগেছে, মাহি ও অপু তাঁরা বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন। ব্যক্তিগত কিছু বিষয়ের বোঝাপড়া না হওয়ায় সম্প্রতি তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে আলাদা থাকলেও এখনো আইনানুগ বিচ্ছেদ হয়নি। 

মাহির স্বামী অপু জানিয়েছেন, এখনো বিচ্ছেদ হয়নি। তবে তাদের আর মাহির পরিবার মিলে বিচ্ছেদের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। শীঘ্রই বিচ্ছেদের আইনগত প্রক্রিয়া শুরু হবে। তাঁরা ছয় মাস ধরে চেষ্টা করেছেন বিচ্ছেদটা ঠেকানোর, কিন্তু পারেননি। দুজনেরই চেষ্টার কোনো কমতি ছিল না।