পরীমণি কেন ডিবি কার্যালয়ে?


প্রকৌশল প্রতিবেদক:
পরীমণি কেন ডিবি কার্যালয়ে?
  • Font increase
  • Font Decrease

বাংলা সিনেমার অভিনেত্রী পরীমণিকে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে তার বক্তব্য দেয়ার জন্য ডাকা হলেও পুলিশ বলছে সে তাদেরকে ধন্যবাদ দিতে এসেছে।

মঙ্গলবার বিকালে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ এ কথা বলেন।

পরীমণি একই দিনে ২ টা ক্লাবে কেন গিয়েছিলো এমন প্রশ্নের জবাবে  যুগ্ম কমিশনার  হারুণ বলেন, এই বিষয়টি আমরা জানিনা। তার কাছ থেকে আমরা বিষয়টি জেনে নিবো। 

পরীমণি কেন আজ ডিবি কার্যালয়ে এসেছে এমন প্রশ্নের জবাবে হারুণ বলেন, সে পুলিশকে ধন্যবাদ দিতে এসছে।

আপনি কি ঐই দিন মদ খেয়েছিলেন কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিমনী বলেন, না আমাকে জোর করে আমার গলাটিপে ধরে সে মদ খাইয়ে দেয়। আমি সেই দিন মরে যেতাম। 

পুলিশকে জড়ালেন কেন এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, আমি কোন পুলিশকে জড়ায়নি শুধু আইজিপির সঙ্গে দেখা করতে চেয়েছি। তিনি বলেন, আমি আগেও যেটা বলেছি এখন ও সেটা বলছি। তবে আমি বিচারের জন্য থানায় গিয়েছিলাম কিন্তু সেখানে কোন প্রকার সহযোগিতা পায়নি এরপর আমি আইজিপি বেনজীর স্যারের সঙ্গে দেখা করতে চেয়েছি।

তিনি বলেন, আমি যখন এই ঘটনার কথা সবাইকে বলি তারা বলে চুপ থাকো। এজন্য আমি এই বিচারের জন্য আমাদের চলচ্চিত্র বন্ধু বেনজীর আহমেদ আইজিপি স্যারের হস্তক্ষেপ সহযোগিতা কামনা করেছি।

পরীমণি বলেন, আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার পেয়েছি। এখন সুন্দর মতো বাঁচতে পারবো।’

মিডিয়ার উদ্দ্যেশে তিনি বলেন, আপনারা আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন এজন্য মিডিয়ার সকলকে ধন্যবাদ।

পরীমণি বলেন, সুষ্ঠ বিচার পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশকে ধন্যবাদ।

ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, ‘মামলার বাদী হিসেবে পরীমণিকে ডাকা হয়েছিলো। মামলার তদন্তকারী কর্মকর্তা তার বক্তব্য শুনবেন এজন্য। এছাড়া মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে সে বিষয় নিয়েও পরীমণির সঙ্গে কথা বলা হয়েছে।’

প্রকৌশল নিউজ/এমআরএস