নায়িকার আয় কত? ৫ কোটির গাড়ি, মাসে দু’বার সিঙ্গাপুরে যায়?
আজকে শিল্পীদের নিয়ে কথা উঠছে জানিয়ে ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেছেন, একটা শিল্পী কত টাকা ইনকাম করলে পাঁচ কোটির গাড়ি-চার কোটির গাড়ি কেনে? কত টাকা ইনকাম করলে মাসে দুইবার সিঙ্গাপুর যায়?
তানভীর তারেকের উপস্থাপনায় জাগো এফএম-এর রাতাড্ডার 'দ্যা হটসিট' নামক অনুষ্ঠানে এসপ্তাহে এসে এসব প্রশ্ন তোলেন একসময়ের জনপ্রিয় এই নায়িকা, যা ভাইরাল হয়েছে ফেসবুক ও ইউটিউবে।
অরুণা বিশ্বাস এ-ও বলেছেন, যে প্রশ্ন সাংবাদিকদের করা উচিত ছিল, যে বিষয়টি দুদকের করা উচিত ছিল সেটা আজ তাকে করতে হলো। বর্তমান সময়ে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শাকিব খান সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়ক, কই শাকিব তো এমন শো অফ করতে পারে না।
পার্টি করা নিয়ে তিনি বলেন, আমার পার্টি মানে কিন্তু ক্লাব টেলাব না। আমার পার্টি মানে রাতে বাইরে যাওয়া না। আমার পার্টি হলো ঘরে। আমার পার্টি হলো ভাত, মাছ, পোলাও, মাংস, ঘরে আড্ডা মারা- এই পর্যন্তই। আমি ক্লাবে যাই না। আমি ক্লাব চিনিও না। হয়তো প্রফেশনাল কারণে যাই। সিনেমার কোনো প্রগ্রাম আয়োজন করা হলে যাই। কিন্তু মাথায় ক্লাব থাকে না।
অরুণা আরও বলেন, গার্ডিয়ানলেস হলে তো একটা বিষয় থাকেই। পারিবারিকভাবেই তো অনেকে গার্ডিয়ানলেস। অনেকের গার্ডিয়ান নেই। আমার বাবা ছিল না। তাই বলে কিন্তু আমার পদস্খলন হয়নি। এখন বলতেই পারো পার্টিতে গেলে খারাপ নাকি, তা নয়। তবে জীবনের প্রতিটি ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালান্সের প্রয়োজন আছে।
তিনি বলেন, আজকে শিল্পীদের নিয়ে কথা উঠছে। কিন্তু কেন কথা উঠছে? আগে কেন কথা ওঠে নাই? একজন শিল্পী কত টাকা ইনকাম করলে পাঁচ কোটি টাকার গাড়ি চালাতে পারে, পাঁচ কোটি টাকার গাড়ি কিনতে পারে। আমি বলছি, আমার ১০-১২টা ছবি করার পরে একটা গাড়ি কিনতে হয়েছে। তা-ও অনেক কম দামে, ঝক্কি-ঝামেলা পোহানোর পরে।
আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন তুলে অরুণা বিশ্বাস বলেন, অনেকেই বলতে পারে আমি জেলাস। হ্যাঁ, আমি জেলাস। যে মেয়েকে আমি দেখেছি ১০০ টাকার জন্য দাঁড়িয়ে থাকতে, সেই মেয়ে যখন ক’দিন পরে ছয় তলা বাড়ির মালিক হয়ে যায়। প্রতিদিন সিঙ্গাপুরে যাচ্ছে, এই প্রশ্ন সামাজিকভাবে কারো মনে প্রশ্ন আসে না? দুদক আছে, কারো মনে প্রশ্ন আসে না? সাংবাদিকদের মনেও প্রশ্ন আসে না? তাহলে বলে নাই কেন, লিখে নাই কেন? এই দায়ভার সব শিল্পীর ওপর কেন আসবে।
চিত্র নায়িকা পরীমণি প্রসঙ্গে এসব কথা বলার পর থেকেই বিষয়টি এখন 'হটকেক'! যদিও অরুণা বিশ্বাসের এসব প্রশ্নের পরদিনই বৃহস্পতিবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সমস্ত অভিযোগ খন্ডন করে এক বিবৃতিতে পরীমণি বলেছেন, তার বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন, মনগড়া তথ্য প্রকাশ করা হয়েছে। এভাবে মিথ্যা তথ্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত না করার পাশাপাশি তাঁর প্রতিও মিডিয়া ট্রায়াল বন্ধের আহবান জানান এই সুন্দরী নায়িকা।
প্রকৌশল নিউজ/এমআরএস