রবীন্দ্রভারতীর বাংলাদেশি চার নৃত্যশিল্পী মাতাবেন ‘ফায়ারফ্লাইজ’


প্রকৌশল নিউজ ডেস্ক :
রবীন্দ্রভারতীর বাংলাদেশি চার নৃত্যশিল্পী মাতাবেন ‘ফায়ারফ্লাইজ’
  • Font increase
  • Font Decrease

আগামী ২৫ আগস্ট কলকাতার মঞ্চে উঠছে আইসিসিআর স্কলার নৃত্যশিল্পীদের দল প্রজন্মের দ্বিতীয় ও তৃতীয় পরিবেশনা। কলকাতার সত্যজিত রায় স্টেডিয়ামে পরিবেশিত হবে দুই বাংলার নৃত্য শিল্পীদের এই পরিবেশনা।

অনুষ্ঠানের শুরুতে একক শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করবেন ভারতে বৃত্তি পাওয়া চার বাংলাদেশি শিক্ষার্থী মো. হানিফ, আনা আক্তার, তাজিম চাকমা ও অপর্ণা নিশি।

রবীন্দ্রনাথ ঠাকুরের হাইকুর বই ফায়ারফ্লাইইজের হাইকু ‘পুরাতন পুকুর ও ব্যাঙ্গ’ এবং ‘শুকনো ডাল ও কাক’ দুটির ওপর ভিত্তি করে নৃত্যনাট্য তৈরি করেছে ‘সাধনা’। এটি পরিকল্পনা করেছেন নৃত্যশিল্পী কোর্টনি সাতো।

‘ফায়ারফ্লাইজ’ পরিবেশনায় অংশ নিবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ও ভারতীয় শিক্ষার্থীরা। তাদের মধ্যে রয়েছে পূজা চ্যাটার্জি, তাজিম চাকমা ও অংশুলা রায়, মৌসুমী বিশ্বাস, আনা আক্তার, অপর্ণা নিশি ও মো.হানিফ। সংগীত পরিচালানা করেছেন নির্ঝর চৌধুরী। আর নৃত্য পরিচালনায় ও কোরিওগ্রাফিতে রয়েছেন মো. হানিফ।

প্রকৌশল নিউজ/এমআর