নায়ক জায়েদ খানের বাবার মৃত্যু


প্রকৌশল নিউজ :
নায়ক জায়েদ খানের বাবার মৃত্যু
  • Font increase
  • Font Decrease

চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বাবা এম এ হক মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জায়েদ খান নিজেই গণমাধ্যমকে তাঁর বাবা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন । তিনি জানান, গতকাল রাত থেকে তাঁর বাবার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। শারীরিক অবস্থা খারাপ হলে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা পরিবারের সদস্যদের জানান, তাঁর বাবার শারীরিক অবস্থা ভালো না। 

জায়েদ বলেন, বাবার গলার ক্যান্সারটা ভালোর দিকেই যাচ্ছিল। বাবার শেষ ইচ্ছা ছিল, মুম্বাইয়ে গিয়ে চিকিৎসা নেবেন। ভিসাও প্রস্তুত ছিল। এর মধ্যে আবার তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। আমরা অপেক্ষা করছিলাম, বাবার নিউমোনিয়াটা একটু কমলেই বাবার শেষ ইচ্ছা পূরণ করব। এর মধ্যেই বাবা আমাদের ছেড়ে চলে গেলেন।

জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে এম এ হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পিরোজপুরে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। পিরোজপুরে দু’টি জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।