করোনায় আরো ১২ প্রাণহানি, শনাক্ত ৫২৫


প্রকৌশল নিউজ ডেস্ক :
করোনায় আরো ১২ প্রাণহানি, শনাক্ত ৫২৫
  • Font increase
  • Font Decrease

মারণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ১৪৯  জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৫২৫ জন। মোট শনাক্ত ৫ লাখ ৩৬ হাজার ১০৭ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায়  ৫১২ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৮০ হাজার  ৭২৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

মঙ্গলবার (০২ ফেব্রুযারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন মৃত ১২ জনের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৬৩৫টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৪৫২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৬ লাখ ৭৮ হাজার ৬৪৯টি।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮০ হাজার ৭২৮ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক শূন্য ৫৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৬৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এ বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট মৃত্যু আট হাজার ১৪৯ জন। এদের মধ্যে পুরুষ ছয় হাজার ১৭৭ জন (৭৫ দশমিক ৮০ শতাংশ) ও নারী এক হাজার ৯৭২ জন (২৪ দশমিক শূন্য ২০ শতাংশ)।

প্রকৌশল নিউজ/এস