৪ দিনে করোনা টিকা নিলেন ৩ লাখ ৩৭ হাজার ৭৬৯ জন


প্রকৌশল নিউজ:
৪ দিনে করোনা টিকা নিলেন ৩ লাখ ৩৭ হাজার ৭৬৯ জন
  • Font increase
  • Font Decrease

করোনা টিকার বিরুদ্ধে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে কম গুজব ছড়াইনি। কিন্তু টিকা কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টিকা গ্রহণ করছেন সারাদেশের মানুষ। অন্তত ফেসবুকের পাতায় সেটা দেখা যাচ্ছে। 

এরই মধ্যে দেশে মোট টিকা নিয়েছেন তিন লাখ ৩৭ হাজার ৭৬৯ জন। দেশব্যাপী চলমান করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকাদান কর্মসূচির চতুর্থ দিন বুধবারই মোট ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন টিকা নিয়েছেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বুধবার রাজধানীসহ সারাদেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য ব্যবস্থাপনা কেন্দ্রে মোট ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন করোনার টিকা নেন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ১১ হাজার ৬৯১ জন পুরুষ ও নারী ৪৬ হাজার ৭৬০ জন। তৃতীয় দিন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৭০ জন।

গত ২৭ জানুয়ারি করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।

২৭ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে মোট তিন লাখ ৩৭ হাজার ৭৬৯ জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৪৬ হাজার ৪২৬ জন ও নারী ৯১ হাজার ৩৪৩ জন। এ পর্যন্ত এইএফআই রিপোর্ট করেছেন ২৭৭ জন।