এপ্রিলে শুরু হবে করোনা ভ্যাকসিনের ২য় ডোজ


প্রকৌশল প্রতিবেদক :
এপ্রিলে শুরু হবে করোনা ভ্যাকসিনের ২য় ডোজ
  • Font increase
  • Font Decrease

আগামী ৭ই এপ্রিল থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে টিকা সংক্রান্ত এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ‘দেশে এখন পর্যন্ত ২৩ লাখ ৮০ হাজার মানুষ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। গতকালও ২০ লাখ ডোজ এসেছে। টিকার প্রাপ্যতার উপর নির্ভর করবে মানুষের টিকা দেয়া।’

তিনি বলেন, ‘চলতি মাসে ৫০ লাখ টিকা পাওয়ার কথা। অথচ পেয়েছি ২০ লাখ। এখানেও ঘাটতি হয়ে গেলো। এ বিষয়ে আমরা সেরামের উপর চাপ প্রয়োগ করেছি। এখানকার যারা সাপ্লায়ার, তাদের উপরেও আমরা চাপ প্রয়োগ করেছি আপনারা এটা তাড়াতাড়ি মেকআপ করেন।’

প্রকৌশল নিউজ/এস