করোনায় আরও ১২ জনের মৃত্যু, শনাক্ত ১০১৪


প্রকৌশল প্রতিবেদক :
করোনায় আরও ১২ জনের মৃত্যু, শনাক্ত ১০১৪
  • Font increase
  • Font Decrease

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১২ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৮ হাজার ৫২৭ জনে। ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে আরও ১ হাজার ১৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৫৬ হাজার ২৩৬ জন।

আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ১৩৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১০ হাজার ৩১০ জন হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।