দেশে করোনা টিকা নিয়েছেন প্রায় ৫৩ লাখ


প্রকৌশল নিউজ ডেস্ক :
দেশে করোনা টিকা নিয়েছেন প্রায় ৫৩ লাখ
  • Font increase
  • Font Decrease

দেশে এ পর্যন্ত ৫২ লাখ ৬৩ হাজার ২৪৮ জন মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে ৩২ লাখ ৭৭ হাজার ৫৯৭ জন পুরুষ এবং ১৯ লাখ ৮৫ হাজার ৬৫১ জন নারী রয়েছেন। আর ৬৬ লাখ ৯৩ হাজার ৫০৭ মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৫৮ হাজার ৪২৪ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৩৩ হাজার ১৯৮ এবং নারী ২৫ হাজার ২২৬ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৫০ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৮ লাখ ২৭ হাজার ৯১২, ময়মনসিংহ বিভাগে ২ লাখ ৫১ হাজার ৯৬, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ৬২ হাজার ১৩০, রাজশাহী বিভাগে ৫ লাখ ৯৪ হাজার ১৭৬, রংপুর বিভাগে ৫ লাখ ৩৭ হাজার ৩৮২, খুলনা বিভাগে ৬ লাখ ৭৮ হাজার ৪৭২, বরিশাল বিভাগে ২ লাখ ৩২ হাজার ৭০৩ এবং সিলেট বিভাগে ২ লাখ ৭৩ হাজার ৭৩৯ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়।

প্রকৌশল নিউজ/এমএস