এবার নোরোভাইরাসের প্রাদুর্ভাব
প্রকৌশল নিউজ :
চীনের দক্ষিণ-পশ্চিমের শিচুয়ান প্রদেশে নতুন ধরনের নোরোভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটির সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের বরাতে এ খবর প্রকাশ করেছে তুরস্কের আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে ভাইরাসটিতে ৫০ শিশু আক্রান্ত হয়েছে।
শিচুয়ান প্রদেশের জিগং শহরের একটি কিন্ডার গার্টেনে এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়। নোরোভাইরাসের প্রভাবে শিশুরা বমি করতে শুরু করে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এপিডেমিওলজিক্যাল পর্যালোচনা এবং নিউক্লিক এসিড টেস্টের মাধ্যমে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (সিডিসি) নিশ্চিত হয়েছে যে, নোরোভাইরাসের কারণেই ওই শিশুদের বমি হচ্ছে।