দেশে করোনায় আরও ৭৮ মৃত্যু, শনাক্ত ৩০৩১


প্রকৌশল নিউজ ডেস্ক :
দেশে করোনায় আরও ৭৮ মৃত্যু, শনাক্ত ৩০৩১
  • Font increase
  • Font Decrease

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ২২৮ জন। এছাড়া নতুন করে আরও ৩ হাজার ৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ২৩৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ। আর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৫১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ২৩৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৯৫ হাজার ৫২৪টি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৭৮ জনের মধ্যে পুরুষ ৪৫ জন। আর নারী ৩৩ জন। 

এর আগে সোমবার (২৬ এপ্রিল) দেশে ৩ হাজার ৩০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৯৭ জন।

প্রকৌশল নিউজ/এমআর