বাংলাদেশে অনুমোদন পেল চীনের সিনোফার্মের টিকা


প্রকৌশল প্রতিবেদক
বাংলাদেশে অনুমোদন পেল চীনের সিনোফার্মের টিকা
  • Font increase
  • Font Decrease

ভারতের সেরাম ইনস্টিটিউট টিকা না দেওয়ার ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কূটনৈতিক তৎপরতা শুরু করে বাংলাদেশ সরকার। রাশিয়া, চীন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকা প্রাপ্তির বিষয়ে জোর প্রচেস্টা চালায় বাংলাদেশ। 

তারই ধারাবাহিকতায় রাশিয়ার ‘স্পুৎনিক-ভির’ পর এবার চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ সরকার।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বৃহস্পতিবার গণমাধ্যমে এ কথা জানান।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকার সরবরাহ সঙ্কটে টিকাদান কার্যক্রম নিয়ে জটিলতার মধ্যে দ্রুত দুটি নতুন টিকার অনুমোদন দেওয়া হল।

তিনি বলেন, “আজকে আমরা সিনোফার্মের টিকার অনুমোদন দিলাম। এই টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দিতে হবে।”