হাসপাতালগুলোর করোনা ওয়ার্ডে জেনারেল ও আইসিইউ বেড খালি
করোনাকালীন সময়ে দেশের ৮ বিভাগের হাসপাতালগুলোর মধ্যে এই মুহূর্তে মোট ৮৮৭৩টি কোভিড জেনারেল বেড এবং ৫৬৫ টি কোভিড আইসিইউ বেড খালি রয়েছে।
হাসপাতালগুলোর মধ্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের ৮ বিভাগে এই মুহূর্তে মোট কোভিড ডেডিকেটেড শয্যাসংখ্যা ১২ হাজার ৩৪৭টি এবং মোট আইসিইউ শয্যা সংখ্যা ১০৯২ টি। এগুলির মধ্য থেকে বহু সংখ্যক রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে যাওয়ায় এখন উল্লিখিত বেডগুলি খালি হয়েছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান ।
উল্লেখ্য,আট বিভাগের মধ্যে ঢাকা মহানগর হাসপাতালগুলিতে মোট জেনারেল বেড সংখ্যা ৫৬২৬টির মধ্যে খালি রয়েছে ৩৭৯৯ টি,মোট আইসিইউ ৭৭৩ টির মধ্যে খালি রয়েছে ৪২০ টি।এই হাসপাতালগুলির মধ্যে সরকারি ১৩টি এবং বেসরকারি ১৩ টি হাসপাতাল রয়েছে।
ঢাকা মহানগরের ১৩ টি কোভিড ডেডিকেটেড সরকারি হাসপাতালের শয্যা সংখ্যাগত পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭০৫ টি বেডের মধ্যে খালি রয়েছে ২৮০টি,মোট আইসিইউ ২০ টির মধ্যে কোন বেড এখন খালি নেই।
বিএসএমএমইউ এর মোট ২৩০ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১৩০টি, মোট আইসিইউ ২০ টি বেডের মধ্যে খালি রয়েছে ৫ টি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মোট ৩০০ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৭২টি, মোট আইসিইউ বেড ১০ টির মধ্যে কোন বেড খালি নেই, মুগদা জেনারেল হাসপাতালের মোট ৩৬০ টি জেনারেল বেডের মধ্যে বর্তমানে খালি রয়েছে ২৫২ টি, মোট আইসিইউ বেড ১৯ টির মধ্যে খালি আছে মাত্র ২টি, কুয়েত মৈত্রি হাসপাতালের মোট ১৬৯ টি জেনারেল বেডের মধ্যে খালি আছে ১১৬টি এবং মোট ২৬ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ১০টি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের মোট ১৭৪ টি সাধারণ বেডের মধ্যে খালি রয়েছে ১০০ টি এবং মোট ১৬ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ৮টি, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মোট ২৮৮ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ২০৩ টি এবং মোট ১০ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ২ টি, সরকারি কর্মচারী হাসপাতালের মোট ৮১ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৭৪টি এবং ৬ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ৩ টি, রাজারবাগ পুলিশ হাসপাতালের মোট ৪৮৫ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৩৯৩টি এবং মোট ১৫ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ৮ টি।সংক্রামক ব্যাধি হাসপাতালের মোট ১০ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৮ টি, এন.আই.সি.ভি.ডি হাসপাতালের মোট ১৩৭ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১২৩ টি, টিবি হাসপাতালের মোট ২০০টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১৮৩টি এবং মোট ৫ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ৪ টি, ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের মোট ২০০টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১৩১টি এবং মোট ১০০টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ২৫টি, এন.আই.ডি.সি.এইচ মহাখালীর মোট ১১৪ টি জেনারেল বেড রয়েছে, এন.আই.কে.ডি.ইউ শ্যামলির মোট ১৫টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১৪টি বেড।