দেশে আজ সর্বোচ্চ শনাক্ত


প্রকৌশল প্রতিবেদক :
দেশে আজ সর্বোচ্চ শনাক্ত
  • Font increase
  • Font Decrease

মহামারি করোনাভাইরাসে সংক্রমণের ৪৭৮ তম দিন আজ। এপ্রিলে মাসে সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা ছিল কম। তবে ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা। প্রতিদিন ভাঙছে একের পর এক রেকর্ড।  দেশে রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে আজ।

আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৬ জন। মৃত ১০৪ জনের মধ্যে পুরুষ ৬৮ ও নারী ৩৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৫৬৮টি ল্যাবে ৩৫ হাজার ৫৯টি নমুনা পরীক্ষায় দেশের ৮ হাজার ৩৬৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জন। পরীক্ষা অনুপাত শনাক্তের অনুপাত ২৩ দশমিক ৮৬।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন। সুস্থতার হার ৯০ দশমিক ০৬ শতাংশ। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।