জানুয়ারির শেষে করোনা ভ্যাকসিন আসবে: স্বাস্থ্যমন্ত্রী


প্রকৌশল নিউজ :
জানুয়ারির শেষে করোনা ভ্যাকসিন আসবে: স্বাস্থ্যমন্ত্রী
  • Font increase
  • Font Decrease

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,  আগামী জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন আনতে পারবো।  কোনো কারণে দেরি হলেও, ফেব্রুয়ারির মাঝামাঝি অবশ্যই ভ্যাকসিন আনতে পারব।  এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের।

বুধবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃবিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার কারণে অনেক বড় বড় দেশে স্থবিরতা দেখা দিয়েছে।  কিন্তু বাংলাদেশে সবকিছু ঠিকমতো চলছে।  আমেরিকার অর্থনীতিতে ১৫ ভাগ এবং ভারত সাত ভাগ পিছিয়েছে।  কিন্তু বাংলাদেশের উন্নয়নের চাকা ঘুরছে বলেই আমরা পাঁচ ভাগ এগিয়েছি।

করোনা মোকাবিলায় এবং নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের গৃহিত পদক্ষেপ সারাবিশ্বে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের ৬৪টি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।  দেশে ৩৮ মেডিকেল কলেজ স্থাপনার অনুমোদন দেওয়া হয়েছে।  দেশের প্রান্তিক জনগোষ্ঠিীর কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার।

কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ডা. এ.এইচ.এম এনায়েত হোসেনসহ অনেকেই।