করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ২৪ হাজার


প্রকৌশল প্রতিবেদক :
করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ২৪ হাজার
  • Font increase
  • Font Decrease

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ১৪ আগস্ট সকাল ৮ টা থকে ১৫ আগস্ট সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। মৃত ১৮৭ জনের মধ্যে পুরুষ ১০১ জন ও মহিলা ৮৬ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১৭৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৬৮৪ জনের শরীরে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জন। 

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৭০৯ টি ল্যাবরেটরিতে ৩১ হাজার ৪০৩ টি নমুনা সংগ্রহ করে ৩৩ হাজার ১ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৮৪ লাখ ৮ হাজার ৫২১ টি।

নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। মোট পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ।

বিভাগ ওয়ারী মৃতের সংখ্যা : ঢাকা বিভাগে ৭১ জন, চট্রগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

প্রকৌশল নিউজ/সু