দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩১৫৪


প্রকৌশল প্রতিবেদক :
দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩১৫৪
  • Font increase
  • Font Decrease

দেশে গত ৩১ জানুয়ারি সকাল ৮ টা থকে ০১ ফেব্রুয়ারি সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮৬৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৯৩টি নমুনা। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৭৭৫টি। মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৭২১ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।