মেক্সিকোতে নারীদের সঙ্গে সংঘর্ষে ৬২ পুলিশ আহত


প্রকৌশল নিউজ ডেস্ক:
মেক্সিকোতে নারীদের সঙ্গে সংঘর্ষে ৬২ পুলিশ আহত
  • Font increase
  • Font Decrease

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ন্যাশনাল প্যালেস ঘিরে নির্মাণ করা ব্যারিকেড নারীরা ভাঙতে গেলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ কর্মকর্তা সহ বেসামরিক নাগরিক আহত হয়।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় ৬২ জন পুলিশ কর্মকর্তা ও ১৯ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

সরকারি সম্পত্তি রক্ষার জন্য ন্যাশনাল প্যালেসের চারপাশে ইস্পাতের ব্যারিকেড নির্মাণের নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। একে ‘শান্তির দেয়াল’ আখ্যা দেন তার এক মুখপাত্র।

এই ব্যারিকেড মেক্সিকান নারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। ভ্যানিয়ো প্যালাসিয়স নামে এক তরুণী বলেন, ‘তিনি (প্রেসিডেন্ট) যেভাবে এই ভবন রক্ষা করছেন, আমরা চাই তিনি আমাদেরও সেভাবে সুরক্ষা দিক।’ বিক্ষোভকারী এই তরুণীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আগামীকাল যেন মরতে না হয়, সেজন্য আজ লড়াই করুন।’

নারীদের অভিযোগ, দেশে বিপুল সংখ্যক নারী যৌন সহিংসতার শিকার হচ্ছেন। নারীদের ওপর প্রতিদিন গড়ে ১০টি সহিংসতার ঘটনা ঘটছে। গত বছর অন্তত ৯৩৯ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন অথচ প্রেসিডেন্ট এ ব্যাপারে উদাসীন রয়েছেন। এছাড়া নারীদের আন্দোলনকে তিনি বিরোধী দলের উৎসাহদান ও বিদেশি ধ্যান-ধারণার প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছেন। 

প্রকৌশল নিউজ/সু