নির্বাচন কমিশনার হতে পারবে না সরকারি চাকুরিজীবিরা : সুপ্রিম কোর্ট


প্রকৌশল নিউজ ডেস্ক :
নির্বাচন কমিশনার হতে পারবে না সরকারি চাকুরিজীবিরা : সুপ্রিম কোর্ট
  • Font increase
  • Font Decrease

কোনো সরকারি চাকুরিজীবি অতিরিক্ত দায়িত্ব হিসেবে নির্বাচন কমিশনার হতে পারবে না মর্মে রায় দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দেশের যেসব জায়গায় কমিশনে এই ধরনের নিয়োগ হয়েছে সেখান থেকে সরকারি কর্মকর্তাদের অবিলম্বে পদ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) এই রায় দেয় ভারতের সর্বোচ্চ আদালত।

দেশটির সুপ্রিম কোর্ট মনে করেন, কোনও সরকারি কর্মকর্তাকে রাজ্য নির্বাচন কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেয়া মানে তা সংবিধানকে উপহাসের সামিল। কেন্দ্র বা রাজ্য, সরকারি কোনও কর্মকর্তা কমিশনের দায়িত্বে এলে তাতে নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নের সম্মুখীন হবে।

আদালত জানিয়েছেন, ইলেকশন কমিশনারদের একেবারে স্বাধীন হতে হবে। যে কোনও লাভজনক পদে আসীন বা সরকারি কর্মকর্তা হলে তাদের নিযুক্ত করা যাবে না।

রায় প্রদানের সময় বিচারপতিরা সংবিধানের ১৪২ ও ১৪৪ ধারায় সুপ্রিম কোর্টর বিশেষ ক্ষমতার কথা তুলে ধরেন। সংবিধানের ১৪২ ধারা অনুযায়ী ‘সম্পূর্ণ ন্যায় বিচারে’ সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। আর ১৪৪ ধারা অনুযায়ী সেই নির্দেশ মানতে বাধ্য সংশ্লিষ্ট প্রশাসন।

প্রকৌশল নিউজ/এস