ভারতে একদিনেই ৮১ হাজার জনের করোনা শনাক্ত


প্রকৌশল নিউজ ডেস্ক :
ভারতে একদিনেই ৮১ হাজার জনের করোনা শনাক্ত

ছবি: রয়টার্স

  • Font increase
  • Font Decrease

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। করোনাভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়ছেই দেশটিতে। রোগী শনাক্তেও তৈরি হচ্ছে রেকর্ড। ছয় মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থ্যাৎ ৮১ হাজার ৪৬৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে। ভ্যাকসিন কার্যক্রম চললেও কোনওভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সংক্রমণ।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের সংবাদে জানিয়েছে, শুক্রবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

রয়টার্স জানিয়েছে, ভারতে এখন এক কোটি ২০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর সংক্রমণে তৃতীয় শীর্ষ দেশ ভারত। নতুন করে ৪৬৯ জনের মৃত্যুর মধ্যদিয়ে দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ৬৩ হাজার ৩৯৬ জনে দাঁড়িয়েছে।

প্রকৌশল নিউজ/এমআর