মিয়ানমারে গুলিতে আরও ৭ বিক্ষোভকারী নিহত


প্রকৌশল নিউজ ডেস্ক :
মিয়ানমারে গুলিতে আরও ৭ বিক্ষোভকারী নিহত

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

মিয়ানমারের জান্তা সরকারের অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে অন্তত ৭জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানা গেছে। 

বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রকাশিত এক সংবাদে জানায় এমন তথ্য। 

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বুধবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কালেতে অং সান সু চির বেসামরিক সরকার পুনরুদ্ধার দাবিতে বিক্ষোভ চলছিল। একপর্যায়ে বিক্ষোকারীদের ওপর নির্বিচারে গুলি চালান দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেখানে পাঁচজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, কালে শহরে বারবার গুলির শব্দ শোনা যায়। এই গুলিতে হতাহতের ঘটনা ঘটে। এছাড়া এ দিন ইয়াঙ্গুনের কাছের বাগো শহরেও গুলির ঘটনা ঘটে। এতে দুই বিক্ষোভকারী নিহত হন।

রয়টার্সের প্রতিবেদনে আরও জানানো হয়, এ দিন দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে একটি চীনা মালিকানাধীন কারখানায় আগুন লাগিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। একইসঙ্গে চীনা পতাকাও পুড়িয়ে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, মিয়ানমারজুড়ে বিক্ষোভ, ধর্মঘট, অসহযোগের মতো আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছেন গণতন্ত্রপন্থীরা। এরমধ্যে দেশটির সামরিক শাসক কর্তৃপক্ষ বলছে, নাগরিক ‘অবাধ্যতার আন্দোলন’ মিয়ানমারকে ‘ধ্বংস করে দিচ্ছে’। 

উল্লেখ্য, মিয়ানমারে প্রায় দুই মাস ধরে চলা বিক্ষোভে অন্তত ৫৮০ জন নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর গুলিতে। নিহত লোকজনের মধ্যে শিশুরাও আছে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে। গত ১ ফেব্রুয়ারি দক্ষিণ এশিয়ার দেশটিতে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের পর বিক্ষোভ চলছেই। বিরোধীদের দমন করার জন্য সামরিক বাহিনী প্রাণঘাতী শক্তি ব্যবহার করলেও দেশব্যাপী বিক্ষোভ ও ধর্মঘট অব্যাহত।

প্রকৌশল নিউজ/এমআর