আল্লামা ইকবালের প্রয়াণ


প্রকৌশল নিউজ ডেস্ক:
আল্লামা ইকবালের প্রয়াণ
  • Font increase
  • Font Decrease

স্যার মুহাম্মদ ইকবাল (১৮৭৭-১৯৩৮) কবি, দার্শনিক ও রাজনীতিবিদ। উপমহাদেশে তিনি খ্যাত আল্লামা ইকবাল নামে। ১৮৭৭ সালের ৯ নভেম্বর অবিভক্ত ভারতবর্ষের পাঞ্জাবের শিয়ালকোটে (বর্তমানে পাকিস্তান) জন্মগ্রহণ করেন তিনি। দক্ষিণ এশিয়া ও উর্দুভাষী বিশ্বের বেশিরভাগ অঞ্চলে ইকবালকে শায়র-ই-মাশরিক বা প্রাচ্যের কবি হিসেবে বিবেচনা করা হয়।

আল্লামা ইকবালের একটি বিখ্যাত চিন্তাদর্শন হচ্ছে- ভারতের মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠন। তার এই চিন্তাই বর্তমান পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টিতে ভূমিকা রেখেছে। পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে তাকে দেশটির জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়েছে। তার জন্মদিন ইয়াম-ই ওয়েলাদাত-ই মুহাম্মদ ইকবাল বা ইকবাল দিবস পাকিস্তানের সরকারি ছুটির দিন। ফার্সি সৃজনশীলতার জন্য ইরানেও তিনি ছিলেন সমধিক প্রসিদ্ধ। তিনি ইরানে ইকবাল-ই-লাহোরি নামে পরিচিত।

১৯৩৮ সালের ২১ এপ্রিল ৬০ বছর বয়সে লাহোরে মারা যান তিনি। ইকবালের বাড়ি এখনো শিয়ালকোটে অবস্থিত। এটি ইকবাল মঞ্জিল হিসেবে স্বীকৃত এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।