অক্সিজেন ট্যাংকার লিক, ২২ রোগীর মৃত্যু


প্রকৌশল নিউজ ডেস্ক :
অক্সিজেন ট্যাংকার লিক, ২২ রোগীর মৃত্যু
  • Font increase
  • Font Decrease

ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালে ট্যাংকার ভর্তি করার সময় একটি অক্সিজেন ট্যাংকার লিক হয়ে ২২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। সেই সময় তাৎক্ষনিক প্রায় ৩০ মিনিটের মতো অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় হাসপাতালটিতে।

বুধবার দুপুরে মহারাষ্ট্রের নাসিকের ডা. জাকির হুসেন হাসপাতালে এমন ঘটনা ঘটেছে। এনডিটিভি জানায়, গ্যাস লিক হওয়ার পর পর হাসপাতালের চারপাশে সাদা ধোঁয়ায় ছেয়ে যায়। এসময় হাসপাতালের দর্শনার্থীরা দ্রুত সরে যেতে বলা হয়।

এদিকে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় রোগীরা এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীদের শ্বাস প্রশ্বাসের ঠিক রাখার জন্য হাসপাতালের কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

গ্যাসটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এরই মধ্যে ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের কর্মীরা পৌঁঁছেছে।