আফগানিস্তানের স্কুলে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪০


আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানের স্কুলে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪০
  • Font increase
  • Font Decrease

আফগানিস্তানের স্কুলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক।

শনিবার (৮ মে) দেশটির রাজধানী কাবুলের একটি স্কুলে একাধিক বিস্ফোরণের কারণে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের বেশিরভাগই স্কুলটির নারী শিক্ষার্থী বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই হামলার জন্য আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবান বিদ্রোহীদের দায়ী করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আহতদের সায়েদ উল সুহাদা স্কুল থেকে বের করে আনা হয়েছে। স্কুলের পাশেই একটি হাসপাতালে আহত শিক্ষার্থীদের নেয়া হয়েছে।

স্থানীয় টিভি চ্যানেল টোলো নিউজের ভিডিও ফুটেজে দেখা গেছে, স্কুলের বাইরে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। রক্তমাখা বই, স্কুলব্যাগ সড়কে পড়ে রয়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে হতাহতদের সহায়তা করছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, হতাহতদের অভিভাবকরা হাসপাতালের কর্মীদের কাছে গিয়ে তাদের সন্তানদের খোঁজ করছিলেন।