নতুন গাড়ি কিনতে সন্তান বিক্রি!


আন্তর্জাতিক ডেস্ক :
নতুন গাড়ি কিনতে সন্তান বিক্রি!
  • Font increase
  • Font Decrease

শিরোনামের কথাটি হয়তো বিশ্বাসযোগ্য নয়। অনেকেই হয়তো অবাকও হচ্ছেন। নিজেদের বিলাসিতার জন্য মা-বাবা কি কখনও সন্তানকে বিক্রি করতে পারে! হ্যাঁ, এমনটাই ঘটেছে প্রতিবেশী দেশ ভারতের উত্তর প্রদেশে। মাত্র দেড় লাখ টাকার বিনিময়ে নিজেদের সদ্যজাত সন্তানকে বিক্রি করে দিয়েছেন বাবা-মা।

বৃহস্পতিবার (১৩ মে) হতভাগ্য শিশুটির নানা উত্তর প্রদেশের তিরওয়া থানায় এ বিষয়ে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, তার মেয়ে-জামাই সদ্যজাতকে বিক্রি করে দিয়েছে মাত্র দেড় লাখ টাকার বিনিময়ে। সেই টাকা দিয়ে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পরিকল্পনা করেছেন তারা। সূত্র-আনন্দবাজার পত্রিকা

পুলিশ জানিয়েছে, আমাদের কাছে ইতোমধ্যে এই বিষয়ে অভিযোগ এসেছে। কার কাছে শিশুটিকে বিক্রি করা হয়েছে, তাও জানতে পেরেছে পুলিশ। এখনও পর্যন্ত শিশুটি ‘ক্রেতা’র কাছেই রয়েছে।

শুক্রবার শিশুটির মা-বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে পুলিশ। দ্রুত তদন্তের কাজ করা হচ্ছে। যদি প্রমাণিত হয়, শিশুটিকে বিক্রি করে দেয়া হয়েছিল, তা হলে উচিত শাস্তি হওয়ার পাশাপাশি, নিজের পরিবারের কাছেই ফিরিয়ে দেয়া হবে শিশুটিকে।