তলানিতে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক : পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অন্যান্য সময়ের তুলনায় তলানিতে রয়েছে বলে মন্তব্য করেছেন। শুক্রবার এনবিসি নিউজকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, আমাদের মধ্যে একটি দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। যেটি গত কয়েক বছর ধরে ক্রমশ অবনতির দিকে যাচ্ছে এবং বর্তমানে এটি তলানিতে এসে ঠেকেছে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৬ জুন জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর এটাই বাইডেনের প্রথম বিদেশ সফর।
জি-৭ শীর্ষ সম্মেলন, ন্যাটো সম্মেলন ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক করতে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে নেমেই তিনি রাশিয়াকে সতর্কবার্তা দিয়েছেন।
রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে জো বাইডেন বলেছিলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে সংঘর্ষে যেতে চাই না। আমরা স্থিতিশীল সম্পর্ক চাই। তবে আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, ক্ষতিকর কর্মকাণ্ডে যুক্ত হলে রুশ সরকারকে শক্ত ও কার্যকর জবাব দেবে যুক্তরাষ্ট্র।’ তারই প্রতিক্রিয়া জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।