ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে ‘সক্ষম’ জনসনের এক ডোজ


প্রকৌশল নিউজ ডেস্ক :
ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে ‘সক্ষম’ জনসনের এক ডোজ
  • Font increase
  • Font Decrease

জনসনের তৈরি করোনা ভ্যাকসিনের একটি ডোজ ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে সক্ষম এবং দীর্ঘ সময়ের জন্যে সুরক্ষা প্রদান করতে পারে বলে জানিয়েছে জনসন অ্যান্ড জনসন।

 শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, তাদের তৈরি এক ডোজ ভ্যাকসিন গ্রহণের আট মাসের মধ্যে শরীরে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হয়, যা ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টসহ যেকোনো ভ্যারিয়েন্ট প্রতিরোধে সক্ষম।

কোম্পানিটি জানিয়েছে, জনসনের এক ডোজ ভ্যাকসিন নেওয়ার ২৯ দিনের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট ধ্বংস করে দেয় এবং সময়ের সঙ্গে সঙ্গে এই সুরক্ষা বাড়তে থাকে।