তালেবানকে থামাতে আফগানিস্তানে কারফিউ
তালেবানের অগ্রযাত্রা থামাতে সারাদেশে কারফিউ জারি করেছে আফগান সরকার। বিবিসি বলছে, রাজধানী কাবুল ও আরো দু’টি প্রদেশ ছাড়া অন্য সব অঞ্চলে রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত সব ধরণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
আফগানিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, সহিংসতা কমানো এবং তালেবানদের চলাচল সীমিত রাখার উদ্দেশ্যে ৩১টি প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। এটি মাসব্যাপী চলবে। তবে কাবুল, পাঞ্জশির ও নানগারহার প্রদেশ এই কারফিউর আওতার বাইরে থাকবে।
মার্কিন সহ আন্তর্জাতিক বাহিনী দেশটি থেকে অবস্থান সরিয়ে নেয়ার পর গত দুই মাসে আফগান সরকার ও তালেবানের মধ্যে সংঘাত বেড়েছে। বলা হচ্ছে, জঙ্গি তা আফগানিস্তানের প্রায় অর্ধেক অংশের দখল নিয়েছে।
আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার পরপরই তালেবানরা দেশটির সীমান্ত অঞ্চলসহ বেশকিছু এলাকা দখল করে। বেশ কয়েকটি প্রধান সড়কপথও দখল করেছে তারা।
বিশ বছর আগে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আক্রমণের পর ক্ষমতাচ্যুত হয় কট্টর ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী তালেবান।