যুদ্ধ বন্ধ করতে এরদোগানের উদ্যোগ


আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধ বন্ধ করতে এরদোগানের উদ্যোগ
  • Font increase
  • Font Decrease

তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন জানিয়েছেন, ইউক্রেনের চলমান সংকট সমাধানে তুরস্ক সহায়তা করতে প্রস্তুত রয়েছে। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান।

তিনি আরও বলেন, আগামীকাল রোববার (৬ মার্চ) এই দুই নেতা কথা বলবেন।

ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইব্রাহিম কালিন বলেছিলেন, অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে ইউক্রেন ও রায়িশার মধ্যে পুনরায় আলোচনা করার প্রস্তাব জানিয়েছে তুরস্ক। কেননা মস্কো বা কিয়েভের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারে না তুরস্ক।