গাজা যুদ্ধই শেষ যুদ্ধ নয়: আব্দুল্লাহিয়ান


আন্তর্জাতিক ডেস্কঃ
গাজা যুদ্ধই শেষ যুদ্ধ নয়: আব্দুল্লাহিয়ান
  • Font increase
  • Font Decrease

চলমান গাজা যুদ্ধই শেষ যুদ্ধ নয়। ফিলিস্তিনি ভূখণ্ড দখলে চলে যাওয়ার পর থেকেই ফিলিস্তিনি জাতি দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করে এসেছে এবং এই ভূখণ্ড পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে জানিয়েছেন সিরিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

সিরিয়ার রাজধানী দামেস্কে ফিলিস্তিনের প্রতিরাধ সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি গতরাতে (রোববার রাত) এ কথা বলেন। গতরাতে দামেস্কে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর ১৫ জন প্রতিনিধি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

তিনি আরও বলেন,৭ অক্টোবরের আল আকসা তুফান অভিযানের পর ইসরাইল পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। আমেরিকার সাহায্য-সহযোগিতা না থাকলে এই বিপর্যয় আরও স্পষ্ট হয়ে উঠত।   

ফিলিস্তিনের এসব সংগ্রামী নেতা এ সময় ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য ইরানের প্রশংসা করে বলেন, আমেরিকার সর্বাত্মক সহযোগিতা সত্ত্বেও গাজা যুদ্ধে ইসরাইল নারী ও শিশুসহ সাধারণ ফিলিস্তিনিদের হত্যা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। গাজায় এ পর্যন্ত ফিলিস্তিনিরাই বিজয়ী পক্ষ বলে তারা মন্তব্য করেছেন।