গাজা ইস্যুতে আমেরিকার ওপর ভরসা করলে ভুল হবেঃ আব্দুল্লাহিয়ান


আন্তর্জাতিক ডেস্কঃ
গাজা ইস্যুতে আমেরিকার ওপর ভরসা করলে ভুল হবেঃ আব্দুল্লাহিয়ান
  • Font increase
  • Font Decrease

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ওআইসি'র জরুরি বৈঠকে বলেছেন, গাজায় গণহত্যা বন্ধের জন্য আমেরিকার ওপর ভরসা করা যাবে না। গাজা ইস্যুতে আমেরিকার ওপর ভরসা করলে ভুল হবে।

তিনি আরও বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যার ধরণ দেখলেই বোঝা যায় তারা গোটা ফিলিস্তিনি জাতিকে নিশ্চিহ্ন করার মিশনে নেমেছে।

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র পররাষ্ট্রমন্ত্রীরা জেদ্দায় জরুরি বৈঠকের সমাপনী বিবৃতিতে গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে নিঃশর্ত ভাবে ইসরাইলি আগ্রাসন পুরোপুরি বন্ধের আহ্বান জানিয়েছেন।

জেদ্দা বৈঠকে মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা তাদের বিবৃতিতে গাজায় ইসরাইলি হামলা বন্ধে আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছেন। ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

গত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল পশ্চিমাদের সর্বাত্মক সমর্থনে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ব্যাপক ভাবে মানুষ হত্যা করে যাচ্ছে।      

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং ৭০ হাজারের বেশি আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।