ইসরাইলি আগ্রাসনের জবাব নিশ্চিত ও অনিবার্য: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব অনিবার্য ও নিশ্চিতভাবে দেয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। তবে এর সময় ও পদ্ধতি সামগ্রিক পরিস্থিতির ওপর নির্ভর করবে।
আরাকচি তেহরানে নিজ দপ্তরে লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি আরো বলেছেন, “ট্রু প্রমিজ-থ্রি অভিযান প্রতিশ্রুতি অনুযায়ী চালানো হবে।”
আরাকচি বলেন, ইহুদিবাদী সরকার ইরানকে উস্কানি দিয়ে আঞ্চলিক যুদ্ধ জড়াতে চেয়েছিল, কিন্তু ইরান বিজ্ঞচিতভাবে সেই ফাঁদে পা দেয়া থেকে বিরত থেকেছে। ইসরাইলকে জবাব দিতে গিয়ে ইরান যেমন তাড়াহুড়ো করবে না তেমনি দেরি করাও হবে না। তেহরান বৈধভাবে আন্তর্জাতিক আইন অনুযায়ী তেলআবিবকে জবাব দেবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
ইরানের পারমাণবিক স্থাপনার ওপর হামলা চালানোর ব্যাপারে ইসরাইলকে সতর্ক করে দিয়ে আরাকচি বলেন, এ ধরনের ভুলের সম পর্যায়ের উত্তর দেবে তেহরান। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভঙ্গুর এবং এই ব্যবস্থা এদেশের পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা রক্ষা করতে সক্ষম নয় বলে যে দাবি পশ্চিমারা করছে তা নাকচ করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, ইসরাইল যেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করতে না আসে।