পশ্চিম তীরে ইসরাইলবিরোধী অভিযান শক্তিশালী করুন: আবু ওবায়দা


আন্তর্জাতিক ডেস্কঃ
পশ্চিম তীরে ইসরাইলবিরোধী অভিযান শক্তিশালী করুন: আবু ওবায়দা
  • Font increase
  • Font Decrease

জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অভিযান শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা।

তিনি অধিকৃত পশ্চিম তীরের জেরুজালেম আল-কুদস শহরে ফিলিস্তিনি যোদ্ধাদের সাম্প্রতিক বীরোচিত অভিযানের ভূয়সী প্রশংসা করেন। আবু ওবায়দা আজ এক বার্তায় পশ্চিম তীরের যোদ্ধাদের প্রতি এ বক্তব্য দিয়েছেন বলে শাবাব বার্তা সংস্থা জানিয়েছে।

বার্তায় তিনি গাজা উপত্যকার মতো একই শক্তিতে পশ্চিম তীরে ইসরাইলি সেনা ও অবৈধ ইহুদি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর আহ্বান জানান।

আবু ওবায়দা বলেন, গাজাবাসীকে সাহায্য করতে যেমন এ ধরনের অভিযান প্রয়োজন তেমনি পশ্চিম তীরকে ইসরাইলের অন্তর্ভুক্ত করার ইহুদিবাদী ষড়যন্ত্র প্রতিহত করতেও এ অভিযান জরুরি।

অধিকৃত জেরুজালেম আল-কুদস শহরের দক্ষিণে আন-নাফাক চেকপয়েন্টের কাছে বৃহস্পতিবার ইসরাইলি সেনাবাহী একটি বাসে এক গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়। ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে, একজন ফিলিস্তিনি বন্দুকধারী বাসটি লক্ষ্য করে অন্তত ২২টি গুলি চালায়।