মসজিদে নববিতে শিশুদের প্রবেশে নিষেধাজ্ঞা


প্রকৌশল নিউজ ডেস্ক :
মসজিদে নববিতে শিশুদের প্রবেশে নিষেধাজ্ঞা
  • Font increase
  • Font Decrease

পবিত্র রমজান মাসে শিশুদের মসজিদে নববিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের এই পবিত্র মসজিদের পরিচালনা পরিষদ। ওই সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশুদের মসজিদ নববি ও এর চত্বরে প্রবেশে বারণ করা হয়।

মসজিদে নববির পরিচালনা পরিষদ আরও জানায়, আধ ঘণ্টার মধ্যে তারাবির নামাজ সংক্ষিপ্তাকারে শেষ করতে হবে এবং তারাবিহ নামাজের ৩০ মিনিট পর মসজিদ বন্ধ করতে হবে। গত বছরের মতো এ বছরও পবিত্র রমজানের শেষ ১০ দিন মসজিদের অভ্যন্তরে ইতিকাফ করা যাবে। আর মসজিদের নববির ভেতর বা চত্বরে সাহরি বা ইফতারি বিতরণ বা জমায়েত করা যাবে না। সূত্র: আরব নিউজ

প্রকৌশল নিউজ/এমএস