গাজীপুরে আগুনে পুড়ে ৪ জনের মৃত্যু


প্রকৌশল নিউজ:
গাজীপুরে আগুনে পুড়ে ৪ জনের মৃত্যু
  • Font increase
  • Font Decrease

গাজীপুরের কালিয়াকৈরের একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা চারজন মারা গেছে। চন্দ্রারপাশে কালামপুর (পূর্বপাড়া) নব্বই কলোনির এ ঘটনায় দগ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত ২০ জন। এ ঘটনায় প্রায় ৫০ টির মতো বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, ভোর ৫টার দিকে কালামপুর (পূর্বপাড়া) নব্বই কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, রান্না করার গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ কলোনিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ভাড়ায় বসবাস করতো।