করোনায় নারী উদ্যোক্তারা বেশি ক্ষতিগ্রস্থ: স্পিকার


প্রকৌশল প্রতিবেদক :
করোনায় নারী উদ্যোক্তারা বেশি ক্ষতিগ্রস্থ: স্পিকার
  • Font increase
  • Font Decrease

এশীয় নারী-উদ্যোক্তা সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘কোভিড-১৯ মহামারিতে এসএমই খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নারী-উদ্যোক্তাদের ক্ষেত্রে এ ক্ষতির পরিমাণ আরও বেশি।’

শনিবার অনলাইনে আয়োজিত দুই দিনব্যাপী এশীয় নারী-উদ্যোক্তা সম্মেলন ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

‘বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব উইমেন’ এবং ‘ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী ড. মাইআল-কায়লা।

বক্তব্য রাখেন বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব উইমেন সভাপতি মানতাশা আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।

দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উপর গুরুত্বারোপ করে স্পিকার আরও বলেন, ‘কোভিড-১৯ মহামারিতে এসএমই খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নারী-উদ্যোক্তাদের ক্ষেত্রে এ ক্ষতির পরিমাণ আরও বেশি। এই ক্ষতি কাটিয়ে উঠতে হলে তাদের ঋণসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করেত হবে। পাশাপাশি কারিগরি সহায়তার উপর গুরুত্ব দেন তিনি।’

এসএমই ফাউন্ডেশন কর্তৃপক্ষ বলেছে, রোববার বিকেল ৩টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।