৪র্থ শিল্প বিপ্লবে কারিগরি শিক্ষার বিকল্প নেই: দিপু মনি


প্রকৌশল প্রতিবেদন:
৪র্থ শিল্প বিপ্লবে কারিগরি শিক্ষার বিকল্প নেই: দিপু মনি
  • Font increase
  • Font Decrease

বর্তমান শিক্ষা ব্যাবস্থার সাথে কারিগরি শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে শিক্ষা মন্ত্রী ডা. দিুপু মনি বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের নিয়ন্ত্রণ হাতে রাখতে গেলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। দেশের উন্নয়ন, অগ্রগতি ও জাতীয় প্রয়োজনের তাগিদেই কারিগরি শিক্ষাকে সহজলভ্য করতে হবে। কারিগরি শিক্ষা যত সহজ হবে দেশ তত এগিয়ে যাবে।

শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইষ্টিটিউটে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্কিলস রিডেইন্স ফর এসিভিং এসডিএস এন্ড এডাপ্টিং আইআর ৪.০ ’ শীর্ষক আর্ন্তজাতিক সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আজকের নতুন প্রকৌশলীরা যেন ৪র্থ শিল্প বিপ্লব মোকাবেলার জন্য প্রস্তত থাকে। তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে কারিগরি শিক্ষা ব্যবস্থার সমন্বয় করার কথাও উল্লেখ করেন। বর্তমান সরকারের কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব অপরিসীম উল্লেখ করে শিক্ষামন্ত্রী দিপু মনি বলেন, আমরা মাত্র ১০ বছরে কারিগরি শিক্ষাকে ১৭ শতাংশে উন্নতি করেছি। আগামীতে তা ৫০ শতাংশ পর্যন্ত উন্নিত করার পরিকল্পনা আছে।

সরকারের উন্নয়ন কাজের সিংহভাগই ডিপ্লোমা প্রকৌশলীরা করেন উল্লেখ করে দিপু মনি বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা সিংহভাগ কাজ করে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের তথ্য প্রযুক্তি ও কারিগরিক্ষেত্র বিকশিত হচ্ছে উল্লেখ করে ডা. দিপু মনি বলেন, সরকারের এতসব অর্জনের জন্য ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম। এছাড়া, আগামীতে সরকার আরো ৭ হাজার কারিগরি শিক্ষক নিয়োগ চূড়ান্ত অবস্থায় আছে।

বৈশ্বিক করোনা ভাইরাসের মধ্যেও আপনার কাজ করে গেছেন এজন্য আপনাদের ধন্যবাদ দিয়ে ডা. দিপু মনি বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের পুরোটা নিয়ন্ত্রণ করবে প্রযুক্তি, এই বিপ্লবের সাথে মানিয়ে চলতে কাজের জগৎটার কিছু পরিবর্তন হবে। সেখানে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে। প্রযুক্তি ব্যাবহারে আপনাদের পরিশ্রম ছাড়া জাতি এগিয়ে যেতে পারবেনা।

আগামীতে সরকারের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনার পরিকল্পনা আছে বলেও জানান তিনি।

আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় জ্ঞানের চেয়ে সনদের মূল্য বেশিউল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আমরা কতটা দক্ষতা অর্জন করলাম সেটার প্রতি নজর নেই কিন্ত কি কি সার্টিফিকেট অর্জন করেছি তার দিকেই শুধু নজর।

শিক্ষার্থীদের প্রতি দিপু মনির অনুরোধ, তারা যেন শুধু শিক্ষা অর্জনের দিকে মনোনিবেশ না করে, তাদের লক্ষ্য যেন থাকে জ্ঞান অর্জন করা। আমরা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের জন্য অনেক কিছুর পরিবর্তন সাধন করেছি।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন বলেন, বাংলাদেশ এখন সুনিদিষ্ট নেতৃত্বের কারণে উন্নতির চরম শিখরের জন্য এগিয়ে যাচ্ছে। তিনি আরোও বলেন, ২০৪১ সাল নাগাত বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ এবং উন্নত দেশ হিসেবে আত্ন প্রকাশ করবে। সেজন্য আমাদের সঠিক কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। আর উন্নতির ধারা সব সময় পলিটিকালই করতে হয় বলে আমার বিশ্বাস। 

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগারি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান বলেন, আমরা চাই বস্তুনিষ্ঠ ভাবে কাজ করতে, লক্ষ্য স্থির রেখে কাজ করতে, তাহলেই  প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে কারিগরি শিক্ষা সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি এর সভাপতি এ কে এম এ হামিদ। তিনি বলেন, সরকারকে কারিগরি সহায়তা করার জন্য আমরা কাজ করে যাব। এতে কোন টাকা খরচ করতে হবেনা। আমরা এক টাকাও চাইনা। সরকারকে একটি টাকাও দিতে হবেনা।