সৌদি আরবকে বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেয়ার আহ্বান


প্রকৌশল নিউজ ডেস্ক :
সৌদি আরবকে বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেয়ার আহ্বান
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিতে সৌদি আরবের আসির প্রদেশের গভর্নরকে আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সৌদি আরবের প্রদেশটির গভর্নর প্রিন্স তুর্কি বিন তালাল বিন আব্দুল আজিজের সাথে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

দ্বিপাক্ষিক এ বৈঠকে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও আসির প্রদেশে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের কল্যাণমূলক বিষয় নিয়ে  আলোচনা হয়।

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আসির প্রদেশের জমি ও আবহাওয়া কৃষি কাজের জন্য অত্যন্ত উপযোগী উল্লেখ করে সেখানে কৃষিকাজে বাংলাদেশি অভিজ্ঞ শ্রমিকদের নিয়োগের অনুরোধ জানান। রাষ্ট্রদূত বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা জনাকীর্ণ ও করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে থাকে বিধায় তাদের অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা প্রদানের জন্য গভর্নরকে অনুরোধ জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত- কক্সবাজার, ম্যানগ্রোভ বন সুন্দরবন, সিলেটের চা বাগানসহ বিভিন্ন আকষনীয় স্থান সৌদি আরবের  জনগণের জন্য আকর্ষনীয় পর্যটন গন্তব্য হতে পারে।’

একই সাথে আসির প্রদেশের রাজধানী আভাও সৌদি আরবের অন্যতম পর্যটন গন্তব্য বলে বিবেচিত। রাষ্ট্রদূত দু’দেশের পর্যটন খাত এগিয়ে নেয়ার লক্ষ্যে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের অনুরোধ জানান।

গভর্নর প্রিন্স তুর্কি বিন তালাল বিন আব্দুল আজিজ বাংলাদেশি অভিবাসীদের কঠোর পরিশ্রমী ও অত্যন্ত সৎ উল্লেখ করে তাদের প্রশংসা করেন। গভর্নর বলেন, ‘বাংলাদেশি অভিবাসীরা যথাযথভাবে সৌদি আরবের আইন কানুন মেনে চলে।’ গভর্নর বাংলাদেশি অভিবাসীদের করোনাভাইরাসের টিকা প্রদান নিশ্চিত করা হবে বলে আশ্বাস প্রদান করেন। এছাড়া শিক্ষা ও পর্যটন খাতে সহযোগিতার আশ্বাস দেন গভর্নর।

প্রকৌশল নিউজ/এস