স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রুশ প্রেসিডেন্টের শুভেচ্ছা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর ঢাকা সফর নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভ্লাদিমির পুতিন। এছাড়া জার্মানির প্রেসিডেন্ট, স্পেনের রাজা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আরও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান শুভেচ্ছা বার্তা পাঠাবেন বলে আমরা প্রত্যাশা করছি।
ড. মোমেন জানান, গতকাল সোমবার ভারত সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার দিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের। আমরা আনন্দিত।
এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস করার সম্ভাবনা খুবই কম। কারণ জাতিসংঘ আগে থেকে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা দিয়েছে। তিনি আরও জানান, আমরা বিদেশিদের গণহত্যার বিবরণ দেখাতে চাই। সেকারণে ফরেন সার্ভিস একাডেমি জেনোসাইড কর্নার করা হয়েছে।
ড. মোমেন আরও জানান, বঙ্গবন্ধু-বাপু মিউজিয়ামেও একটি জেনোসাইড করিডোর থাকবে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস উপস্থিত ছিলেন।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সোমবার দুইদিনের সফরে ঢাকায় আসেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।