লকডাউন : সড়কের ভিড় থেমে নেই


প্রকৌশল প্রতিবেদক :
লকডাউন : সড়কের ভিড় থেমে নেই
  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়তে থাকায় বাংলাদেশে শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। তবে গত বছরের তুলনায় অনেকটা শিথিলভাবেই শুরু হয়েছে এবারের লকডাউন। রাজধানীর রাস্তায় বাস ছাড়া সব যানবাহনের চলতে দেখা গেছে। বাড়তি ভাড়ায় যে কোনো জায়গায় যেতে পারছেন সবাই।

সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। লকডাউনে মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকার কথা। সেখানে ঢাকার রাস্তায় বাস না থাকলেও প্রাইভেটকার, সিএনজি, ভাড়ায় মোটরসাইকেল এবং রিক্সা চলছে অহরহ।

সীমিত পরিসরে যেসব অফিস খোলা থাকবে, তাদের কর্মীদের নিজস্ব ব্যবস্থাপনায় অফিসে আনা নেওয়ার কথা। কিন্তু সকালে অফিসে যাওয়ার জন্য যানবাহনের অপেক্ষায় অনেককে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আলহামরা পরিবহনের ম্যানেজার দেলওয়ার হোসেন বলেন, সকালে যাত্রীদের চাপের কারণে ঢাকা থেকে গাইবান্ধার বাস ছাড়তে হয়। কিন্তু সাভারে গিয়ে বাসটিকে আটকিয়ে মামলা দেয়। বর্তমানে আমাদের কাউন্টার গুলো সব বন্ধ রয়েছে। 

সিএনজি চালক আজিজ বলেন, গলির রাস্তা দিয়ে চলাচলা করা যাচ্ছে। যদিও লকডাউন চলছে। যাত্রীদের অনেক চাপ রয়েছে। আর রাস্তায় অনেক গাড়ি চলছে বলেও জানান তিনি। 

সরকার ঘোষিত লকডাউন চললেও রাস্তায় মানুষের ভীড় আছে, চলছে অনেক পরিবহণ। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অতিব প্রয়োজন ছাড়া আমরা কাউকে রাস্তায় বের হতে দিচ্ছি না। যে সব গাড়িগুলো রাস্তায় চলার নির্দেশ আছে সেগুলো চলছে; যেমন- গণমাধ্যম, এ্যাম্বুলেন্স, জরুরী অফিসিয়াল কিছু গাড়ি। করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। তবে গত বছরের তুলনায় অনেকটা শিথিলভাবেই শুরু হয়েছে এবারের লকডাউন। রাজধানীর রাস্তায় বাস ছাড়া সব যানবাহনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বাড়তি ভাড়ায় যে কোনো জায়গায় যেতে পারছেন সবাই।