ঈদের ছুটি তিন দিনের বেশি নয় : মন্ত্রিপরিষদ


প্রকৌশল নিউজ :
ঈদের ছুটি তিন দিনের বেশি নয় : মন্ত্রিপরিষদ
  • Font increase
  • Font Decrease

এবারের পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি তিন দিনের বাইরে কোনো প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে অতিরিক্ত ছুটি দিতে পারবে না। সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের সরকারের এ সিদ্ধান্তের বিষয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকারি বন্ধ এমনি তিন দিন। তিন দিনের দুদিন শুক্র ও শনি পড়ছে। আরেক দিন বৃহস্পতিবার।’

এই সিদ্ধান্তের প্রেক্ষিতে, বেসরকারি খাতের কোনো প্রতিষ্ঠান, শিল্পকারখানা এই তিনের বাইরে বন্ধ দিতে পারবে না। ফলে, বৃহস্পতি, শুক্র ও শনি—এ তিন দিনের বাইরে কোনো বন্ধ থাকবে না। পোশাকশিল্প খাতও সরকারের এ সিদ্ধান্তের ফলে তিন দিন বন্ধ থাকবে ।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ সহসভাপতি শহিদুল্লাহ আজিম গণমাধ্যমকে বলেন, ‘সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকার এই উদ্যোগ নিয়েছে। এতে আমাদের কোনো সমস্যা নেই। আগে স্বাস্থ্য, পরে কাজ।’

প্রকৌশল নিউজ/এমআর