শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে পথনাটক কাদা মাখা মাইক্রোবাস
১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে প্রদর্শিত হলো পথনাটক 'কাদা মাখা মাইক্রোবাস'। নাটকটির মাধ্যমে তুলে ধরা হয়েছে স্বাধীনতাযুদ্ধের শেষ দিকে এসে পাকিস্তানের নারকীয়তা।
সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বধ্যভূমিতে নাটকটি প্রদর্শিত হয়। 'থিয়েটার জয় বাংলা' নাটকটি প্রদর্শন করে।
থিয়েটারটির পরিচালক সাইক ইমরান শিশু ঢাকাটাইমসকে জানান, কাদা মাখা মাইক্রোবাস নাটকটি ১৯৭১ সালে বাংলাদেশের তৎকালীন বুদ্ধিজীবীদের হত্যার প্রেক্ষাপটকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে।
শিশু বলেন, '১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে আমরা এই নাটকটি তৈরি করেছি। আমরা গত ছয় বছর ধরে এই একই জায়গায় নাটকটি করে আসছি।'
উল্লেখ্য, রায়েরবাজার বধ্যভূমিসহ দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি হানাদাররা হত্যা করে তৎকালীন বাংকাদেশের বুদ্ধিজীবীদের। যাদের মেধায় ভর করে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেতে পারত। বাঙালিদের মেধাশূণ্য করতে ১৯৭১ সালের ডিসেম্বরে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোবিন্দ চন্দ্র দেব(দর্শন), ড. মুনীর চৌধুরী (বাংলা সাহিত্য), ড. মোফাজ্জল হায়দার চৌধুরী (বাংলা সাহিত্য), ড. আনোয়ার পাশা (বাংলা সাহিত্য), ড. এম আবুল খায়ের (ইতিহাস), ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা (ইংরেজি সাহিত্য), হুমায়ুন কবির (ইংরেজি সাহিত্য), রাশীদুল হাসান (ইংরেজি সাহিত্য), গিয়াসউদ্দিন আহমেদ, সিরাজুল হক খান, ফাইজুল মাহি, ড. সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ও সাইদুল হাসান (পদার্থবিদ্যা), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হবিবুর রহমান (গণিত), অধ্যাপক সুখরঞ্জন সমদ্দার (সংস্কৃত), অধ্যাপক মির আব্দুল কাইয়ুম (মনোবিদ্যা), মোহাম্মদ ফজলে রাব্বী (কার্ডিওলজিস্ট), ড. এএফএম আলিম চৌধুরী (অপথালমোলোজিস্ট), শহীদুল্লা কায়সার (সাংবাদিক), নিজাম উদ্দিন আহমেদ (সাংবাদিক), সেলিনা পারভীন (সাংবাদিক), আলতাফ মাহমুদ (গীতিকার ও সঙ্গীতজ্ঞ), ধীরেন্দ্রনাথ দত্ত (রাজনীতিবিদ), জহির রায়হান (ঔপন্যাসিক, সাংবাদিক, চলচ্চিত্র পরিচালক), রণদাপ্রসাদ সাহা (মানবতাবাদী) সহ নাম না আরও অনেককে।