চেয়ারম্যান সোহরাবসহ পিএসসি'র ১২ সদস্যের পদত্যাগ


নিজস্ব প্রতিবেদক :
চেয়ারম্যান সোহরাবসহ পিএসসি'র ১২ সদস্যের পদত্যাগ
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও ১২ জন সদস্য পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে পিএসসি সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীর কাছে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান।

পিএসসি সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, পিএসসি চেয়ারম্যানসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা এসব পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবর পাঠিয়ে দিয়েছি। বাকি দুইজন এখনো পদত্যাগপত্র জমা দেননি। তারা আগামীকালের (বুধবার) মধ্যে জমা দেবেন।

পিএসসির মোট সদস্য সংখ্যা ১৪ জন। তাদের মধ্যে যে ১২ পদত্যাগ করেছেন তারা হলেন, সাবেক সিনিয়র সচিব ফয়েজ আহম্মদ, সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা, সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রশিদ, অধ্যাপক মুবিনা খন্দকার, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক সিনিয়র সচিব কে এম আলী আজম, সাবেক সচিব খলিলুর রহমান, মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান, সাবেক সচিব নাজমানারা খাতুন, এন সিদ্দিকা খানম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

যে দুইজন সদস্য এখনো পদত্যাগপত্র জমা দেননি তারা হলেন, সাবেক জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ, সাবেক সচিব ও সাবেক অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম।

গত শনিবার (৫ অক্টোবর) পিএসসি সংস্কার করার কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরিপ্রত্যাশীদের চাকরির পরীক্ষাগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না।

পিএসসি সংস্কারের দাবিতে একই দিন পিএসসি ঘেরাও করে একদল ছাত্র। এর মধ্যেই পিএসসি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সোহরাব হোসাইন।

প্রসঙ্গত, সোহরাব হোসাইনের আমলেই কয়েক মাস আগে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এ নিয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, যা নিয়ে সারাদেশে ব্যাপক সমালোচনা হয়। যদিও সেসব অভিযোগ অস্বীকার করেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন।

১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সোহরাব হোসাইন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে থাকাকালীন ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তিনি অবসরোত্তর ছুটিতে যান।

২০২০ সালের ১৬ সেপ্টেম্বর অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।  আগামী বছরের ২১ সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল।

২০১৩ সালের ১৩ ডিসেম্বর সোহরাব হোসাইনকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার। পরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সৃষ্টি করা হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দায়িত্ব পান তিনি। শিক্ষা সচিব হওয়ার আগে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যলয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র সোহরাব হোসাইন আওয়ামী লীগ সরকারের প্রথম দফার আমলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের একান্ত সচিবের (পিএস) দায়িত্বে ছিলেন।